Saturday, October 27, 2012

If growing up means it would be beneath my dignity to climb a tree, I'll never grow up, never grow up, never grow up! Not me! 

Friday, September 21, 2012


Firbena....... 

যাচ্ছে সময় কেটে সময়ের নিয়মে,
চলতে চলতে হঠাৎ যাবো থেমে,
থাকবেনা কোন কিছু থাকবেনা পিছুটান,
লিখবোনা আর তোমায় নিয়ে কোন গান,
থাকবে পড়ে তখনো আমার জমাট স্মৃতি,
আর মুঠোফোনে অবিরাম লেখা ই-চিঠি,
হাসির আড়ালে কতটা সত্যি কতটা ভান,
হতে পারে আমার লেখা এই শেষ গান,
মনটাকে ভেঙ্গে-চুরে
স্বপ্নগুলোকে ছুড়ে
ফেলে দেয়া অনেক অনেক দুরে,
ঘরছাড়া পথিক
ছোটে দিগ্বিদিক
হারাবে ফিরবেনা আর ঘরে...

অবহেলা অনাদরে চাওয়ার শরীরে ধুলো,
না শুনুক কেউ তুমি নিজের সাথে কথা বলো,
আবেগের ফুলঝুরি সূর্যের আলো চুরি,
পথেই পড়ে থাকে সুঁতোকাটা ঘুড়ি,
কেউ যদি ভালবেসে আবার কাছে এসে,
ওড়াতে চায় উড়বে মেঘের গা ঘেষে,
হঠাৎ ঝড়ো হাওয়ায় সুঁতো ছিড়ে যাওয়া,
হারাবে এমন কোথাও যাবে না ফিরে পাওয়া,
মনটাকে ভেঙ্গে-চুরে
স্বপ্নগুলোকে ছুড়ে
ফেলে দেয়া অনেক অনেক দুরে,
ঘরছাড়া পথিক
ছোটে দিগ্বিদিক
হারাবে ফিরবেনা আর ঘরে...

আশার ক্ষত


ভুল করে মাঝরাতে আকাশ দেখি,
আলো-আঁধারির মাঝে স্বপ্ন আঁকি,
ক্লান্ত শরীর ঘুম ঘুম লাগে দু'চোখ,
উঠবে শহর জেগে আসবে সূর্যালোক,
প্রতিরাতে থাকেনা চাঁদ আমার সাথে,
তবু অপেক্ষা একাকী মন রাঙাতে,
ভুলগুলো স্বভাবে কিছুটা আমার মতো,
বলেনা কিছুই থাকে বুকে আশার ক্ষত...


মরুময় মন যখন পায় স্নিগ্ধ আলো,


সরে যায় মনের আকাশে যত কালো,
রাত শেষ হয় সূর্য্য হাসে, আঁধার মনে,
টুকরো আলোর রেখা থাকে কোন কোণে,
প্রতিরাতে থাকেনা চাঁদ আমার সাথে,
তবু অপেক্ষা একাকী মন রাঙাতে,
ভুলগুলো স্বভাবে কিছুটা আমার মতো,
বলেনা কিছুই থাকে বুকে আশার ক্ষত...

Dekhe Niyo


Adhar raate shopno shathe
Chhute chola pothe pothe,
Pubakashe ashe shurjo jokhon
mon vange aghate,
Byastota dhake chadore onubhooti jotho prane,
Aako tumi notun chobi tulir nipun taane,
Du'chokh mele dekhe niyo pothta ki shoja,
Na hok etho shoto shopno kokhono bojha....

Nei jana pother shesh
Khuje jawa apon desh,
Jotoi dure dure thaka
mone theke jay abesh,
Byastota dhake chadore onubhooti jotho prane,
Aako tumi notun chhobi tulir nipun taane,
Du'chokh mele dekhe niyo pothta ki shoja,
Na hok etho shoto shopno kokhono bojha.








shada-kalo mon



ঘুম ঘুম রাত আর বিষন্ন প্রহর,
কিছু কিছু মন স্বপ্নে বিভোর,
ওড়ে ফুলে ফুলে রঙীন প্রজাপ্রতি,
নেই জানা নেই শেষ নিয়তি,
তবু চলছে চলবে জীবনের গাড়ি,
সময় ফুরাবে ফিরতে হবে বাড়ি,
কতটা প্রহর বাকী আছে আর,
কানায় কানায় জীবন করো পূর্ণ চারিধার,
রঙ মেখে রঙীন শরীরে সাদা-কালো মন,
চারপাশে হাজার মানুষ তবু কেউ নয় আপন...




এলোমেলো ভাবনারা হারায় চেনা পথ,
তর্কে বাড়ে ক্ষোভ মনে স্বপ্নজট,
পরিত্যক্ত বাগানে ফোটে যদি নতুন ফুল,
নিয়ম ভাঙ্গার নিয়মে হয়তো সে কোন ভুল,
ব্যাংকের ভল্টে নাকি জমানো অনেক সুখ,
তবু কিছু চোখে জল ভরে কষ্টে ভাঙ্গে বুক,
কতটা প্রহর বাকী আছে আর,
কানায় কানায় জীবন করো পূর্ণ চারিধার,
রঙ মেখে রঙীন শরীরে সাদা-কালো মন,
চারপাশে হাজার মানুষ তবু কেউ নয় আপন...





Monday, April 9, 2012

my beautiful graaam



All rivers, even the most dazzling, those that catch the sun in their course, all rivers go down to the ocean and drown. And life awaits man as the sea awaits the river.



God sends children for another purpose than merely to keep up the race - to enlarge our hearts; and to make us unselfish and full of kindly sympathies and affection; to give our should higher aims; to call out all our faculties to extended enterprise and exertion and to bring round our firesides bright faces, happy smiles, and loving, tender hearts. My soul blesses the great 
Father, every day, that he has gladdened the earth with little children..




Home is the place where, when you have to go there,
They have to take you in.




just a  little bit of rajshahi :)
sometimes just getting away from everything and enjoying the nature is all a human being needs.. 


দেখে নিও


আঁধার রাতে সপ্ন সাথে
ছুটে চলা পথে পথে,
পুবাকাশে আসে সূর্য্য যখন
মন ভাঙ্গে আঘাতে,
ব্যস্ততা ঢাকে চাদরে অনুভূতি যত প্রাণে,
আঁকো তুমি নতুন ছবি তুলির নিপুন টানে,
দু'চোখ মেলে দেখে নিও পথটা কি সোজা,
না হোক এত শত সপ্ন কখনো বোঝা...


নেই জানা পথের শেষ
খুঁজে যাওয়া আপন দেশ,
যতই দূরে দূরে থাকা
মনে থেকে যায় আবেশ,
ব্যস্ততা ঢাকে চাদরে অনুভূতি যত প্রাণে,
আঁকো তুমি নতুন ছবি তুলির নিপুন টানে.
দু'চোখ মেলে দেখে নিও পথটা কি সোজা,
না হোক এত শত সপ্ন কখনো বোঝা...



no title

So many things I did to get myself back,
So many dreams I threw away for nothing,
So many eyes were looking at me but I didn't,
Long live ambitions
Leave all emotions
Catch the dreams you saw in slow motion,
Kept you in my heart
Wanted to be your part
Couldn't so I walk in the rain alone...