Monday, April 9, 2012

দেখে নিও


আঁধার রাতে সপ্ন সাথে
ছুটে চলা পথে পথে,
পুবাকাশে আসে সূর্য্য যখন
মন ভাঙ্গে আঘাতে,
ব্যস্ততা ঢাকে চাদরে অনুভূতি যত প্রাণে,
আঁকো তুমি নতুন ছবি তুলির নিপুন টানে,
দু'চোখ মেলে দেখে নিও পথটা কি সোজা,
না হোক এত শত সপ্ন কখনো বোঝা...


নেই জানা পথের শেষ
খুঁজে যাওয়া আপন দেশ,
যতই দূরে দূরে থাকা
মনে থেকে যায় আবেশ,
ব্যস্ততা ঢাকে চাদরে অনুভূতি যত প্রাণে,
আঁকো তুমি নতুন ছবি তুলির নিপুন টানে.
দু'চোখ মেলে দেখে নিও পথটা কি সোজা,
না হোক এত শত সপ্ন কখনো বোঝা...



No comments:

Post a Comment