কিছু কিছু মন স্বপ্নে বিভোর,
ওড়ে ফুলে ফুলে রঙীন প্রজাপ্রতি,
নেই জানা নেই শেষ নিয়তি,
তবু চলছে চলবে জীবনের গাড়ি,
সময় ফুরাবে ফিরতে হবে বাড়ি,
কতটা প্রহর বাকী আছে আর,
কানায় কানায় জীবন করো পূর্ণ চারিধার,
রঙ মেখে রঙীন শরীরে সাদা-কালো মন,
চারপাশে হাজার মানুষ তবু কেউ নয় আপন...
তর্কে বাড়ে ক্ষোভ মনে স্বপ্নজট,
পরিত্যক্ত বাগানে ফোটে যদি নতুন ফুল,
নিয়ম ভাঙ্গার নিয়মে হয়তো সে কোন ভুল,
ব্যাংকের ভল্টে নাকি জমানো অনেক সুখ,
তবু কিছু চোখে জল ভরে কষ্টে ভাঙ্গে বুক,
কতটা প্রহর বাকী আছে আর,
কানায় কানায় জীবন করো পূর্ণ চারিধার,
রঙ মেখে রঙীন শরীরে সাদা-কালো মন,
চারপাশে হাজার মানুষ তবু কেউ নয় আপন...
No comments:
Post a Comment