Friday, September 21, 2012


Firbena....... 

যাচ্ছে সময় কেটে সময়ের নিয়মে,
চলতে চলতে হঠাৎ যাবো থেমে,
থাকবেনা কোন কিছু থাকবেনা পিছুটান,
লিখবোনা আর তোমায় নিয়ে কোন গান,
থাকবে পড়ে তখনো আমার জমাট স্মৃতি,
আর মুঠোফোনে অবিরাম লেখা ই-চিঠি,
হাসির আড়ালে কতটা সত্যি কতটা ভান,
হতে পারে আমার লেখা এই শেষ গান,
মনটাকে ভেঙ্গে-চুরে
স্বপ্নগুলোকে ছুড়ে
ফেলে দেয়া অনেক অনেক দুরে,
ঘরছাড়া পথিক
ছোটে দিগ্বিদিক
হারাবে ফিরবেনা আর ঘরে...

অবহেলা অনাদরে চাওয়ার শরীরে ধুলো,
না শুনুক কেউ তুমি নিজের সাথে কথা বলো,
আবেগের ফুলঝুরি সূর্যের আলো চুরি,
পথেই পড়ে থাকে সুঁতোকাটা ঘুড়ি,
কেউ যদি ভালবেসে আবার কাছে এসে,
ওড়াতে চায় উড়বে মেঘের গা ঘেষে,
হঠাৎ ঝড়ো হাওয়ায় সুঁতো ছিড়ে যাওয়া,
হারাবে এমন কোথাও যাবে না ফিরে পাওয়া,
মনটাকে ভেঙ্গে-চুরে
স্বপ্নগুলোকে ছুড়ে
ফেলে দেয়া অনেক অনেক দুরে,
ঘরছাড়া পথিক
ছোটে দিগ্বিদিক
হারাবে ফিরবেনা আর ঘরে...

No comments:

Post a Comment