Friday, September 21, 2012


Firbena....... 

যাচ্ছে সময় কেটে সময়ের নিয়মে,
চলতে চলতে হঠাৎ যাবো থেমে,
থাকবেনা কোন কিছু থাকবেনা পিছুটান,
লিখবোনা আর তোমায় নিয়ে কোন গান,
থাকবে পড়ে তখনো আমার জমাট স্মৃতি,
আর মুঠোফোনে অবিরাম লেখা ই-চিঠি,
হাসির আড়ালে কতটা সত্যি কতটা ভান,
হতে পারে আমার লেখা এই শেষ গান,
মনটাকে ভেঙ্গে-চুরে
স্বপ্নগুলোকে ছুড়ে
ফেলে দেয়া অনেক অনেক দুরে,
ঘরছাড়া পথিক
ছোটে দিগ্বিদিক
হারাবে ফিরবেনা আর ঘরে...

অবহেলা অনাদরে চাওয়ার শরীরে ধুলো,
না শুনুক কেউ তুমি নিজের সাথে কথা বলো,
আবেগের ফুলঝুরি সূর্যের আলো চুরি,
পথেই পড়ে থাকে সুঁতোকাটা ঘুড়ি,
কেউ যদি ভালবেসে আবার কাছে এসে,
ওড়াতে চায় উড়বে মেঘের গা ঘেষে,
হঠাৎ ঝড়ো হাওয়ায় সুঁতো ছিড়ে যাওয়া,
হারাবে এমন কোথাও যাবে না ফিরে পাওয়া,
মনটাকে ভেঙ্গে-চুরে
স্বপ্নগুলোকে ছুড়ে
ফেলে দেয়া অনেক অনেক দুরে,
ঘরছাড়া পথিক
ছোটে দিগ্বিদিক
হারাবে ফিরবেনা আর ঘরে...

আশার ক্ষত


ভুল করে মাঝরাতে আকাশ দেখি,
আলো-আঁধারির মাঝে স্বপ্ন আঁকি,
ক্লান্ত শরীর ঘুম ঘুম লাগে দু'চোখ,
উঠবে শহর জেগে আসবে সূর্যালোক,
প্রতিরাতে থাকেনা চাঁদ আমার সাথে,
তবু অপেক্ষা একাকী মন রাঙাতে,
ভুলগুলো স্বভাবে কিছুটা আমার মতো,
বলেনা কিছুই থাকে বুকে আশার ক্ষত...


মরুময় মন যখন পায় স্নিগ্ধ আলো,


সরে যায় মনের আকাশে যত কালো,
রাত শেষ হয় সূর্য্য হাসে, আঁধার মনে,
টুকরো আলোর রেখা থাকে কোন কোণে,
প্রতিরাতে থাকেনা চাঁদ আমার সাথে,
তবু অপেক্ষা একাকী মন রাঙাতে,
ভুলগুলো স্বভাবে কিছুটা আমার মতো,
বলেনা কিছুই থাকে বুকে আশার ক্ষত...

Dekhe Niyo


Adhar raate shopno shathe
Chhute chola pothe pothe,
Pubakashe ashe shurjo jokhon
mon vange aghate,
Byastota dhake chadore onubhooti jotho prane,
Aako tumi notun chobi tulir nipun taane,
Du'chokh mele dekhe niyo pothta ki shoja,
Na hok etho shoto shopno kokhono bojha....

Nei jana pother shesh
Khuje jawa apon desh,
Jotoi dure dure thaka
mone theke jay abesh,
Byastota dhake chadore onubhooti jotho prane,
Aako tumi notun chhobi tulir nipun taane,
Du'chokh mele dekhe niyo pothta ki shoja,
Na hok etho shoto shopno kokhono bojha.








shada-kalo mon



ঘুম ঘুম রাত আর বিষন্ন প্রহর,
কিছু কিছু মন স্বপ্নে বিভোর,
ওড়ে ফুলে ফুলে রঙীন প্রজাপ্রতি,
নেই জানা নেই শেষ নিয়তি,
তবু চলছে চলবে জীবনের গাড়ি,
সময় ফুরাবে ফিরতে হবে বাড়ি,
কতটা প্রহর বাকী আছে আর,
কানায় কানায় জীবন করো পূর্ণ চারিধার,
রঙ মেখে রঙীন শরীরে সাদা-কালো মন,
চারপাশে হাজার মানুষ তবু কেউ নয় আপন...




এলোমেলো ভাবনারা হারায় চেনা পথ,
তর্কে বাড়ে ক্ষোভ মনে স্বপ্নজট,
পরিত্যক্ত বাগানে ফোটে যদি নতুন ফুল,
নিয়ম ভাঙ্গার নিয়মে হয়তো সে কোন ভুল,
ব্যাংকের ভল্টে নাকি জমানো অনেক সুখ,
তবু কিছু চোখে জল ভরে কষ্টে ভাঙ্গে বুক,
কতটা প্রহর বাকী আছে আর,
কানায় কানায় জীবন করো পূর্ণ চারিধার,
রঙ মেখে রঙীন শরীরে সাদা-কালো মন,
চারপাশে হাজার মানুষ তবু কেউ নয় আপন...